আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙঘন করে আমেরিকা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে।
নিজেদেরকে আফগানিস্তান ভূখণ্ডের একমাত্র বৈধ কর্তৃপক্ষ দাবি করেছে। এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে এ বিষয়ে সঙ্গে আলোচনায় বসতে আমেরিকাসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তিনি।
জবিউল্লাহ মুজাহিদ বলেন, এক টুইটার বার্তায় অভিযোগ করেন, গত কয়েকদিনে আমেরিকার বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে।
তিনি বলেন, যেকোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ওই দেশের জল, স্থল ও আকাশসীমার মালিক এবং বর্তমানে আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণকারী হিসেবে দলটি সেদেশের সর্বময় ক্ষমতার অধিকারী। কাজেই সেদেশের যেকোনো সীমানায় যেকোনো কাজ করতে গেলে আফগানিস্তান সরকারের সঙ্গে আলোচনা করতে হবে।
এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগনের মুখপাত্র গত সপ্তাহে দাবি করেছিলেন, আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পূর্ণ অধিকার মার্কিন সেনাদের রয়েছে। এ ব্যাপারে আফগানিস্তান সরকারের সঙ্গে সমন্বয়ের কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
সান নিউজ/এমকেএইচ