আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লির জামিয়া নগরের নুর নগর গ্রামে হিন্দুদের মন্দির অবৈধভাবে ভাঙার বিরুদ্ধে আদালতে আবেদন করেন এলাকার মুসলিম বাসিন্দরা।
জানা যায়, কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে মন্দির ভাঙার জন্য রাতে ৮-১০টি মূর্তি সরিয়ে ফেলে। এছাড়া মন্দির চত্বরে থাকা ধর্মশালাটি ভেঙে ফেলেছে। বিষয়টি নূর নগর এলাকার বাসিন্দারা টের পেলে মন্দির রক্ষায় জামিয়া নগর এলাকার ২০৬ নম্বর ওয়ার্ড কমিটির কিছু বাসিন্দা দিল্লি হাইকোর্টে আবেদন করেন। এরপর মন্দিরটি রক্ষার নির্দেশ দেন আদালত।
স্থানীয়রা জানায়, কিছু অসাধু ব্যক্তি মন্দির ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করে। তবে মুসলিমদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৭০ সালের নির্মিত মন্দিরটি ভাঙা থেকে রক্ষা পায়।
এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ দিল্লি পুলিশকে নির্দেশ দেয়।
সান নিউজ/এমএইচ