ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বের সপ্তম দেশ হিসেবে মেক্সিকোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
মঙ্গলবার (২ জুন) রিপোর্ট লেখা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে ২৩৭ জন। গতকাল প্রাণহানি হয়েছে ১৫১ জনের। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ১৬৭ জনের।
আজ মেক্সিকো নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৭১ জন। আগের দিন আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৫২ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৪৩৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৭ হাজার ৪৯১ জন।
মেক্সিকোতে গত ১৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আড়াই মাসেই মৃত্যু ১০ হাজার ১৬৭ দাঁড়িয়েছে।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনায় মৃত্যুর দিক দিয়ে মেক্সিকো আছে দ্বিতীয় অবস্থানে, বিশ্বে সপ্তম। তবে শনাক্তের দিক দিয়ে আছে ১৪তম অবস্থানে।
মৃত্যুর দিক দিয়ে প্রথম ছয়টি দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ব্রাজিল, ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ছাড়িয়েছে।
বিশ্বে মোট শনাক্ত ৬৩ লাখ ৭৪ হাজারেরও বেশি। মৃত্যু ৩ লাখ সাড়ে ৭৭ হাজার ৬০৭ জন। আর সুস্থ হয়েছে ২৯ লাখের বেশি।