আন্তর্জাতিক ডেস্কঃ সৌদিতে কেউ ভিক্ষা করলে তার ১ বছর পর্যন্ত জেল ও ১ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ ৭২ হাজার টাকা। ভিক্ষাবৃত্তি বন্ধে এই আইনের অনুমোদন দেয় দেশটির মন্ত্রিপরিষদ।
নতুন আইন অনুযায়ী, সৌদি আরবে কেউ ভিক্ষা করলে অথবা ভিক্ষুকদের ব্যবস্থাপনায় জড়িত থাকলে কঠোর সাজার মুখোমুখী হতে হবে। একারনে কেউ কাউকে ভিক্ষাবৃত্তিতে সাহায্য বা উৎসাহিত করলে ছয় মাস পর্যন্ত জেল অথবা সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
এছাড়া বিদেশি নাগরিকদের মধ্যে কেউ ভিক্ষা করলে তাকে সাজাভোগের পর স্বদেশে ফেরত পাঠানো হবে বলে উল্লেখ করেছে নতুন আইনে। সেখানে বলা হয়, একবার ফেরত গেলে তিনি কখনোই কাজের জন্য সৌদিতে ঢুকতে পারবেন না।
সান নিউজ/এমএইচ