আন্তর্জাতিক ডেস্ক: মাইক হার্টল নামে এক ব্যক্তি তার নারী সহকর্মীদের ‘সুইটি’, ‘হানি’, ‘লভ’, ডাকায় চাকরি হারালেন। ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে এঘটনা ঘটে।
জানা যায়, মাইক হার্টল নামের ব্যক্তিটি তার নারী সহকর্মীদের হামেশাই ‘সুইটি’, ‘হানি’, ‘লভ’ ইত্যাদি বলে ডাকতেন। যা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ায় কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে।
মাইক আদালতে জানান, শুধুমাত্র নারীদেরই নন, পুরুষ সহকর্মীদেরও মেট, প্যাল বলে ডাকেন। তার দাবি, কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে মহিলাদের ওই নামে ডাকতেন না। তাই তাকে অন্যায় ভাবে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে বিচারপতি বলেন, ‘সুইটি, বেব, লভ এই শব্দগুলি নারীদের অপমান করার শামিল। এই শব্দগুলি ব্যবহার করা অপরাধ।’
সান নিউজ/এমএইচ