আন্তর্জাতিক ডেস্ক: হামাসের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরাইলের আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম প্রতিহত করায় সিস্টেম নিরাপত্তার জন্য ইসরায়েলকে ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, মার্কিন প্রতিনিধি পরিষদে এ নিয়ে বিল পাস হয়ে গেছে। এবার তা সেনেটে পাস হওয়ার অপেক্ষায়।
হাউসে প্রথমে কিছু ডেমোক্র্যাট সদস্য বিল নিয়ে আপত্তি জানান। কিন্তু এরপর ডেমোক্র্যাটদের প্রবল সমালোচনা হয়। তারপর বিলটি আবার পেশ হয় এবং তার পক্ষে ৪২০টি, বিপক্ষে নয়টি ভোট পড়ে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, তিনি হাউসের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছেন। যারা এর বিরোধিতা করেছিলেন, তারা উপযুক্ত জবাব পেয়েছেন।
বেনেট বলেন, ইসরায়েলের মানুষ যুক্তরাষ্ট্রের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হলো।
সান নিউজ/এফএইচপি