আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের জন্য অতিরিক্ত তহবিলের আওতায় তাদের আরও ১৮ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে বাইডেন প্রশাসন।
দেশটির পররাষ্ট্র দফতর জানায়, ২০১৭ সালের আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার। বুধবার (২২ সেপ্টেম্বর) রোহিঙ্গাদের জন্য এ সহায়তার ঘোষণা দেওয়া হয়।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে।
নেড প্রাইস জানান, রোহিঙ্গাদের শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা, আশ্রয়, দুর্যোগ মোকাবিলা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিসহ নানা মানবিক কাজে এই অর্থ ব্যয় করা হয়েছে।
সান নিউজ/এফএইচপি