আন্তর্জাতিক ডেস্ক: ভেস্তে গেল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বৈঠক। বুধবার (২২ সেপ্টেম্বর) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে সদ্য বিজয়ী গোষ্ঠীকে চেয়েছে পাকিস্তান। কিন্তু সেই দাবির সঙ্গে একমত নয় সংস্থার অন্যান্য সদস্য দেশ। ফলে শনিবার থেকে নিউ ইয়র্কে সার্ক এর বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছর জাতিসংঘের সাধারণ সভার পর সার্ক-এর বৈঠক হয়। চলতি বছর নেপাল ছিল বৈঠকের আয়োজক দেশ। বেশির ভাগ দেশ চেয়েছিল চলতি বছর বৈঠকে আফগানিস্তানের আসনটি খালি থাকুক। কিন্তু তাতে রাজি হয়নি পাকিস্তান। ফলে শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে গেছে।
প্রসঙ্গত, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) অন্তর্ভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।
সান নিউজ/এমকেএইচ