আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনে জয় পাওয়ার পরের সকালে মন্ট্রিলের মেট্রো স্টেশনে ছুটে গিয়েছেন জাস্টিন ট্রুডো। সেখানে সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন, ছবি তুলেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগের নির্বাচনগুলোতে জয় পাওয়ার পরও এমনটা করেছিলেন কানাডার নবনির্বাচিত এ প্রধানমন্ত্রী।
মেট্রো স্টেশনে তোলা ছবি পোস্ট করে টুইটারে ট্রুডো লিখেছেন, ২০১৫ ও ২০১৯ এর মতো আমি আজ সকালে মন্ট্রিলবাসীদের ধন্যবাদ জানাতে মেট্রোতে গিয়েছিলাম।
জয় নিশ্চিত হলেও নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছেন ট্রুডো। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭০টি আসনের প্রয়োজন হলেও ১৫৮ সিটে ট্রুডোর লিবারেল পার্টি জয় পেয়েছে কিংবা এগিয়ে আছে। এতে পূর্বের মেয়াদের মতো এবারও সংখ্যালঘু সরকার গঠন করতে হবে তাকে।
সান নিউজ/এনকে