আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের মেয়েরা খুব তাড়াতাড়ি শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে যাচ্ছে। তালেবান সরকার ঘোষণা দিয়েছে, যত দ্রুত সম্ভব মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার অনুমতি দেওয়া হবে। এএফপির খবর।
দেশটির নারীদের কাজ ও পড়াশোনা থেকে বিরত রাখা নিয়ে নারী আন্দোলন এবং আন্তর্জাতিক ক্ষোভের মুখোমুখি হয় তালেবান সরকার। এরপরই মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নতুন সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এলো।
সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিহুল্লহ মুজাহিদ মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। তিনি বলেন, যত দ্রুত সম্ভব বিদ্যালয়ে পুনরায় কার্যক্রম শুরু হবে।
তবে অনেক নারী নতুন সরকারের এই অঙ্গীকার নিয়ে সন্দিহান। তালেবানরা এর আগে নারী কর্মকর্তাদের কর্মক্ষেত্রে প্রবেশাধিকার কমিয়েছে। একইসঙ্গে শরিয়া আইনের ব্যাখ্যা দিয়ে নারীদের নিরাপত্তার জন্য বাসায় থাকতে বলেছে।
বার্তা সংস্থা এএফপি’কে এক নারী শিক্ষক বলেন, গতবারই এটি ঘটেছিল। আমাদের কাজে ফিরতে দেওয়ার কথা তারা তখনও বলেছিল। কিন্তু সেটা এখনো হচ্ছে না।
এদিকে কট্টরপন্থী শাসক গোষ্ঠী শুধুমাত্র পুরুষ নিয়ে গঠিত সরকারের বাকি মন্ত্রীদের নাম ঘোষণা করেছে। কাবুল দখলের কয়েক সপ্তাহ পর এ ধরণের ঘোষণায় বিশ্ব হতবাক।
সাননিউজ/এমআর