আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলে পার্ম শহরে একটি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর গুলিতে ৮ জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) দেশটির তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, পার্ম স্টেট ইউনিভার্সিটি প্রাঙ্গণে এ শিক্ষার্থীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন ও ৬ জন আহত হয়েছেন। মস্কো থেকে প্রায় ১৩ শ কিলোমিটার দূরে পার্ম স্টেট ইউনিভার্সিটিতে গুলির পরপরই বন্দুকধারীকে আটক করা হয়েছে। পুলিশ সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
এদিকে, স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, প্রাণ বাঁচাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভবনের একতলার জানালা দিয়ে নিচে লাফ দিচ্ছেন। তবে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, বন্দুকধারী সেই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
প্রসঙ্গত, চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বিচারে গুলির ঘটনা ঘটল। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে খুব কমই গুলির ঘটনা ঘটে। তা ছাড়া দেশটিতে বৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনাও বেশ কঠিন।
সান নিউজ/এমকেএইচ