ইন্টারন্যাশনাল ডেস্ক:
নির্দেশ পেলে পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে অভিযান চালাবে ভারতীয় সেনাবাহিনী। তখন থেকে পুরো কাশ্মীর ভারতের অধীনে থাকবে।গতকাল (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেনে ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানে।
নারাভানে বলেছেন, ভারতীয় সংসদের রেজুলেশন অনুযায়ী জম্মু-কাশ্মীরের পুরোটাই ভারতের অংশ। যদি সংসদ নির্দেশনা দেয় তাহলে অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর সরকারের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর নিজেদের নিয়ন্ত্রণে আনা। ভারতীয় কয়েকজন মন্ত্রীর এমন বক্তব্য বিষয়ে সেনাপ্রধান এ মন্তব্য করেন।
সান/এমএপি