আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি কঠোর নিরাপত্তায় ঘেরা জেল থেকে পালানো ছয় ফিলিস্তিনির মধ্যে দুজনকেও আটক করেছে দেশটির বাহিনী। তারা হলেন, ফিলিস্তিনী ইসলামিক জিহাদের সদস্য ৩৫ বছর বয়সী কামামজি এবং ২৬ বছর বয়সী মুনাদেল ইনফিয়াত।
রোববার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদেরকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গেছে, বহু ফিলিস্তিনির কাছে নায়ক বনে যাওয়া এই ছয় জন ইসরাইলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগে আটক ছিল। কিন্তু তারা একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে সম্প্রতি জেল থেকে পালায়। ইসরায়েলি বাহিনী তাদের গ্রেফতারে সর্বশক্তি নিয়োগ করে। শেষ পর্যন্ত একে একে সকলকে পুনরায় আটক করতে সক্ষম হয়।
এদিকে, ইসরায়েলের জিলবোয়া কারাগার থেকে পালানোর পর গ্রেফতার হওয়া চার ফিলিস্তিনিকে নির্যাতনের মাধ্যমে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নাদি আল-আসির সেন্টার।
নাবলুসে ফিলিস্তিনি বন্দিদের এই সংগঠনটি বলেছে, চার বন্দির একজন হচ্ছে জাকারিয়া জুবাইদি। এই বন্দিকে নৃশংসভাবে মারধর করা হয়েছে। তার শরীরে এখন শুধু নির্যাতনের চিহ্ন।
সান নিউজ/এমকেএইচ