আন্তর্জাতিক ডেস্ক: ৯০০ কোটি টাকা পাওয়া গেল দুই স্কুলছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে। এটা জেনে অভিভাবকরা হতবাক। তারা এ ব্যাপারে কিছুই জানেন না।
ভারতের উত্তর বিহার রাজ্যের কাটিহারে অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পড়াশোনার সহায়তায় সরকারি অনুদান পেতে উত্তর বিহারে গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলো ওই দুই ছাত্র। স্কুলের ইউনিফর্মের জন্য সরকারি অনুদানের টাকা এসেছে কি-না, তা জানতে বাবা-মাসহ গ্রামের একটি ইন্টারনেট সেবা কেন্দ্রে যায় তারা। সেখানে অ্যাকাউন্ট চেক করতে গিয়ে হতবাক। অনেকেই নিজেদের অ্যাকাউন্ট চেক করেন, যদি না ভুল করে বড় অংকের অর্থ জমা পড়ে তাতে।
আশিস নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র দেখে তার অ্যাকাউন্টে জমা পড়েছে ৬.২ কোটি টাকা। আর গুরুচরণ বিশ্বাস নামে একই শ্রেণির আরেক ছাত্রের অ্যাকাউন্টে পাওয়া গেল ৯০০ কোটি টাকা।
স্থানীয় সংবাদকর্মী এনডিটিভিকে জানান, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা এ বিষয়ে হতবাক। কী করে এত অর্থ ওই দুই শিক্ষার্থীর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল তা খতিয়ে দেখছেন তারা।
ওই ব্যাংকের কটিহার জেলা ব্রাঞ্চ ম্যানেজার উদয় মিশরা বলেছেন, ব্যাংকের কম্পিউটার সিস্টেমে ত্রুটির কারণে এমনটি হয়েছে। আসলে ওই দুই শিক্ষার্থীর ব্যাংক স্টেটমেন্টে এ বিপুল অর্থ দেখা যাবে কিন্তু তারা সেটি তুলতে পারবে না। কারণ টাকাগুলো দুই অ্যাকাউন্টে জমা পড়েনি।
ব্যাংক কর্তৃপক্ষের এমন মারাত্মক ভুল এর আগেও ঘটেছে বিহার রাজ্যে। সেখানকার মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে।
সাননিউজ/এমআর