ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্ত সেই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে।
গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশ জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো অঙ্গরাজ্যে।
১০ মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। নিহত ব্যক্তি নিরস্ত্র ছিলেন। নিঃশ্বাস নিতে না পেরে তাকে কাতরাতে দেখা যায়। কৃষ্ণাঙ্গদের দাবি, বর্ণবিদ্বেষের বলি হয়েছেন জর্জ ফ্লয়েড।
এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে মিনিয়াপলিসের একটি থানায় আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। ওই অগ্নিসংযোগের একটি ভিডিও এরিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।