সান নিউজ ডেস্ক: ইতি টেনে পৃথিবীতে ফিরেছেন মহাকাশে চীনের দীর্ঘতম অভিযানে যাওয়া তিন নভোচারী। পৃথিবী থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উচ্চতায় চীনের মহাকাশ স্টেশনের তিয়ানহে মডিউলে ৯০ দিন কাটিয়েছেন তারা।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, এই তিন নভোচারী পৃথিবীর ৩৮০ কিলোমিটার (২৪০ মাইল) উপরে চীনের তৈরি মহাকাশ স্টেশন তিয়ানহে মডিউলে অবস্থান করছিলেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর একটা ৩৫ মিনিটে নিই হাইশেং, লিউ বোমিং এবং টাং হনবো আবার মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন।
গোবি মরুভূমি থেকে তারা মহাকাশে যাত্রা শুরু করেন গত ১৭ জুন। এরপর অভিযান শেষে বৃহস্পতিবার স্পেস স্টেশন থেকে নিজেদের বিচ্ছিন্ন করে, শেনঝু-১২ নামের মহাকাশযানে ওঠেন তারা। এবার সফল অভিযান শেষে পা রাখলেন পৃথিবীতে।
সান নিউজ/এনএএম