আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার অভিবাসী কর্মীদের মাঝে অবশেষে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ কয়েক মাস পুরোপুরি বন্ধ থাকা বিভিন্ন কাজের সাইটগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরী ইয়াকুব।
দেশটির অর্থনীতি পুনরুদ্ধার করতে ফেস- ১, ২, ৩ ও ৪ নামে একটি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এগুলোর মধ্যে রয়েছে- দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণ সেক্টর, কল-কারখানা, পর্যটন স্পট, বিনোদন কেন্দ্র, দোকানপাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
সান নিউজ/এমএইচ