আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের কেন্দ্রীয় প্রদেশ আল বায়দায় সংঘর্ষে একজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিদ্রোহী ও সরকারপন্থী সৈন্য মিলে অন্তত ৫০ জন মারা গেছেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সামরিক সূত্র এএফপিকে একথা জানায়।
একজন সরকারি সামরিক কর্মকর্তা জানান, আল বায়দা জেলায় হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় একজন কর্নেল ও অপর ১৯ অনুগত সেনাকে হত্যা করা হয়েছে।
তিনি জানান, যুদ্ধক্ষেত্রে ৩০ জন বিদ্রোহীও অনুরূপ ভাগ্যের স্বীকার হয়েছে। হুথিরা খুব কমসংখ্যক হতাহতের কথা জানায়। তবে, সামরিক সূত্রের মাধ্যমে এ পরিসংখ্যান নিশ্চিত করা হয়।
সাননিউজ/এমআর