আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের দূত ডেবোরাহ লায়ন্স আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠক করেছেন। এই হাক্কানি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীর তালিকায় থাকা মোস্ট ওয়ান্টেড এবং হাক্কানি নেটওয়ার্কের প্রধান।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন টুইটারে এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান ডেবোরাহ লায়ন্সের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়।
আরও বলা হয়, হাক্কানি জোর দিয়ে বলেছেন- আফগানিস্তানে কোনরকম বাধা ছাড়াই কাজ করতে পারবেন জাতিসংঘের কর্মীরা। একইসঙ্গে আফগান নাগরিকদের সহায়তা প্রদান কাজে অংশ নিতে পারবে।
দীর্ঘস্থায়ী দারিদ্র্য এবং খরার মুখোমুখি হওয়া দেশ আফগানিস্তান। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর মানবিক সহায়তা বাধাগ্রস্ত হয়। এতে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। দেশের সরকারি এবং দাতব্য সংস্থার কর্মীরাসহ হাজার হাজার মানুষ চলে গেছে এবং অর্থনৈতিক বেশিরভাগ কর্মকাণ্ড ভেঙে পড়ছে।
সাননিউজ/এমআর