ইন্টারন্যাশনাল ডেস্ক:
দক্ষিণ কোরিয়ায় আবারও বাড়ছে করোনা সংক্রমণের মাত্রা। ফলে শুক্রবার (২৯ মে) থেকে আবারও সবকিছু দু’সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্যমন্ত্রী।
বন্ধ করে দেয়া হয়েছে সিউল এবং এর আশেপাশের শহরগুলোর পার্ক, জাদুঘর, আর্ট গ্যালারি। সবাইকে আবারও জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব রক্ষা করে চলতে বলা হচ্ছে।
আগামী টানা ৭ দিন করোনাভাইরাস সংক্রমণ ৫০ জনের বেশি করে বাড়তে থাকলে পরবর্তীতে আরো কড়াকড়ির পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
দেশটিতে আজ ২৯ মে এখন পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছে ৫৮ জন। এর আগের দিন গত বৃহস্পতিবার ৭৯ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। গত ৫ এপ্রিলের পর আক্রান্তের এ সংখ্যা এটিই সর্বোচ্চ। এ নিয়ে দেশজুড়ে নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪০২ জনে।
এ দিকে সংক্রমণ বাড়ায় দেশটিতে স্কুল খোলার কয়েকদিনের মাথায় দুই শতাধিক স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশটিতে বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে হাজার হাজার শিক্ষার্থী স্কুলে ফিরতে শুরু করে। এর মধ্যে বাড়তে থাকে সংক্রমণের সংখ্য।
বিবিসি জানায়,কোরিয়া টাইমসের খবরে শিক্ষামন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এ পরিস্থিতিতে বুচন শহরে মোট ২৫১ টি স্কুল বন্ধ করতে হয়েছে। রাজধানী সিউলে আরও ১১৭ টি স্কুল খোলার সময়ও পিছিয়ে দিতে হয়েছে কর্তৃপক্ষ।
নতুন আক্রান্তদের বেশিরভাগই বুচনে শহরেরে। সেখানে করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি ঠিকভাবে মানা হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।