আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানকে বাঁচাতে তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। এই জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল মনে করেন, শুধুমাত্র তালেবান ক্ষমতায় আসা এবং তাদের নীতির কারণে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিৎ হবে না। এতে দেশটি আরও বিপদে পড়বে।
তিনি বলেন, দেশটিকে এবং নাগরিকদের বাঁচাতে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করা দরকার। কাবুলে কূটনৈতিক উপস্থিতি বজায় রাখবে ইইউ। দ্য গার্ডিয়ানের খবর।
ইইউ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে জোসেফ বোরেল বলেন, তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমেই কেবল আফগানিস্তানের ভবিষ্যৎ উন্নয়ন তরান্বিত করা সম্ভব।
বোরেল বলেন, তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে ইইউ জোটের দেশগুলোর দূতাবাস বন্ধ হয়েছে। এখনই সেগুলো না খুললেও ইইউর কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিতি থাকবে। আমরা কোনও রাষ্ট্র নই, তাই কাবুলে দূতাবাস খোলা যাচ্ছে না।
তিনি বলেন, আফগানিস্তানে কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানো হবে। তবে এর আগে তালেবান সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে। একইসঙ্গে এর আগে নিরাপত্তাজনিত শর্তাগুলো পূরণ করতে হবে। এ আলোচনা কেবল ভার্চুয়ালি নয়, আরও ঘনিষ্ঠভাবে এ আলোচনা হতে পারে।
সাননিউজ/এমআর