ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কপাল কেটে ২০৪ কোটির হীরা চুরি

আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীর সবচেয়ে দামি গোলাপি হীরা। ২০১৭ সালে এই হীরার প্রেমে পড়েন মার্কিন র‌্যাপার লিল উজি ভার্ট। এরপরই গোলাপি হীরা কেনার সিদ্ধান্ত নেন। এটি কেনেন ২০৪ কোটি টাকায়। ছুরি-কাঁচি চালিয়ে হীরাটি বসান নিজের কপালে। এরপর রাতারাতি তুমুল জনপ্রিয়তা তৈরি হয় তার।

কিন্তু শেষ পর্যন্ত তার কপালে হীরা রইলো না। কপাল কেটে চুরি এই হীরা করেছেন কোন ভক্ত। মার্কিন র‌্যাপার লিল সম্প্রতি মায়ামিতে রোলিং লাউড ফেস্টিভ্যালে শো-তে অংশ নেন। সেখানেই তিনি সখের গোলাপি হীরা হারান।

আন্তর্জাতিক মিডিয়াগুলোর খবরে বলা হয়েছে, ওই লাইভ শো-তে তিনি গান গাওয়ার এক পর্যায়ে দর্শকদের মাঝে চলে যান। ভক্তরা এসময় তাকে ঘিরে উচ্ছ্বাস করতে থাকেন। ভিড়ের মধ্যে কে বা কারা ক্ষিপ্র গতিতে লিলের কপাল কেটে হীরাটি চুরি করে। কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থল থেকেও পালিয়ে যায় অপরাধী।

শো-তে এমন রক্তারক্তি কাণ্ডে হতবাক আয়োজকরা। লিল অবশ্য এখন সুস্থ। তবে এই র‌্যাপার হীরার শোকে রয়েছেন।

লিল গণমাধ্যমকে জানান, হীরাটি কেউ চুরি করতে পারে, এমন শঙ্কায় ছিলেন তিনি। তাই সখের গোলাপি হীরা নিজের কপালে বসিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। তিনি হীরাটি হারিয়েছেন।

তিনি জানান, এই হীরা গয়না ডিজাইনার ইলিয়ট এলিয়েন্টের থেকে কেনেন। এটি ১১ ক্যারেটের। নিরাপত্তার জন্য হীরার বিমাও করান। গত ফেব্রুয়ারিতে অস্ত্রোপ্রচার করে হীরাটি কপালে বসান। কিন্তু পিঙ্ক ডায়মন্ড তার কপালে সইলো না। তারকার কপাল কেটে হীরা চুরির ঘটনায় সারাবিশ্ব অবাক।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমু...

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা