নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর দিল্লির মালকাগঞ্জে একটি চারতলা ভবন ধসের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ সেপ্টম্বর) ওই ভবন ধসের ঘটনায় অন্তত দুই শিশু নিহত হয়েছে। দুজনই আপন ভাই বলে জানা গেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের উদ্ধার করে বড় হিন্দু রাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই দুজনকে মৃত ঘোষণা করা হয়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া আরেক ব্যক্তি ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ভবনটির কাছে পার্ক করে রাখা একটি গাড়ির ওপর ভবনের অংশ বিশেষ পড়ে যাওয়ার পর সেটি মারাত্মকভাবে ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং দমকল বিভাগের কর্মকর্তারা।
দিল্লি দমকল বাহিনীর প্রধান অতুল গার্গ বলেছেন, মালকাগঞ্জে ভবন ধসের ঘটনায় সকাল ১১টা ৫০ মিনিটে একটি ফোনকল পাই আমরা। প্রথমে আমরা সেখানে পাঁচটি ইউনিট এবং উদ্ধারকারী টিম পাই। পরে আরও দুটি ইউনিট পাঠানো হয়। ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) আন্টো আলফোনসে বলেন, এখনও উদ্ধার অভিযান চলছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা সেখানে রয়েছে। পরে আরও তথ্য জানানো হবে বলেও জানান তিনি।
সাননিউজ/জেআই