আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (টুইন টাওয়ার) হামলার ২০ বছর পূর্ণ হচ্ছে আজ। দেশের মাটিতে ভয়াবহ এই হামলায় নিহতদের স্মরণ করতে গিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হামলায় নিহত হওয়া ২ হাজার ৯৭৭ জনের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তিনি।
বাইডেন জানান, 'আমরা সেই সব ব্যক্তিদের সম্মান করি যারা ঝুঁকি নিয়ে জীবনে দিয়েছিলেন।'
মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামলার পর ‘মার্কিন মুসলিমদের বিরুদ্ধে ভয় এবং ক্ষোভ, ঘৃণা এবং সহিংসতার মতো ঘটনা ঘটেছে। তবুও ঐক্যই যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড় শক্তি’ ছিল বলে মন্তব্য করেন বাইডেন।
বাইডেন আরও বলেন, আমরা একটি বিষয় শিখেছে, আর তা হচ্ছে একতাবদ্ধ থাকতে হবে।
সান নিউজ/এমএইচ