ইন্টারন্যাশনাল ডেস্ক:
টুইটার, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানায়,আজ (২৮ মে) হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে। ট্রাম্পের টুইট বিভ্রান্তিকর এমন দাবি করে ফ্যাক্ট-চেক করার কথা বলার পর থেকে টুইটারের ওপর ক্ষেপে আছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেয়ার হুমকির পর থেকে নির্বাহী আদেশ সইয়ের বিষয়টি সামনে আসে। অবশ্য নির্বাহী আদেশের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এমনকি কংগ্রেসে নতুন আইন পাস ছাড়া প্রেসিডেন্ট এ আদেশের মাধ্যমে কী ধরনের পদক্ষেপ নিতে পারবেন তাও স্পষ্ট করা হয়নি। হোয়াইট হাউসের কর্মকর্তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।
এদিকে ট্রাম্প টুইটারসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিরুদ্ধ সমালোচনা করে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, সোশ্যাল মিডিয়াগুলো পক্ষপাতদুষ্ট।