ইন্টারন্যাশনাল ডেস্ক:
সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে উত্তর কোরিয়ায় অবস্থিত ব্রিটিশ দূতাবাস। পিয়ংইয়ং থেকে দূতাবাসকর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, এক টুইটে ব্রিটিশ দূত কলিন ক্রুকস বলেন, ২৭ মে থেকে সাময়িকভাবে পিয়ংইয়ংয়ে অবস্থিত দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর কোরিয়া ত্যাগ করেছেন দূতাবাসের সব কর্মীরা।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়,দেশটিতে প্রবেশে বিধিনিষেধ থাকায় দূতাবাসের কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ছে।
এদিকে দক্ষিণ কোরিয়ার এনকে নিউজ জানায়, ফ্লাইট বন্ধ থাকায় স্থল সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করেছেন ব্রিটিশ কূটনীতিকরা।
করোনা ভাইরাসে রোধে দেশের সব সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। বিদেশিদের কয়েক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করছে দেশটি। তবে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্তের খবর এখনও পাওয়া যায়নি।