আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে ভবানীপুর উপ-নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে ক্ষমতাসীন বিজেপির হয়ে মমতার সঙ্গে লড়বেন হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। আগামী ৩০ সেপ্টেম্বর মমতা-প্রিয়াঙ্কার ভোট দেখা যাবে রাজ্যটিতে। ফলাফল জানানো হবে ৩ অক্টোবর।
একইসাথে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণাও হবে ৩ অক্টোবর। জানা গেছে, সামশেরগঞ্জে প্রার্থী হয়েছেন বিজেপির মিলন ঘোষ, জঙ্গিপুরে সুজিত দাস।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এবার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে আগামী ৬ মাসের মধ্যে উপনির্বাচনে অংশ নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তাই এখন ভবানীপুরে উপনির্বাচন। সেখানে পদত্যাগ করেছেন বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়। ওই আসনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মমতাকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি শক্ত প্রার্থী দিয়েছে।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে জিতেছিলেন। এবার অবশ্য তিনি নির্বাচনে লড়েন নন্দীগ্রাম আসনে। সেই আসনে তিনি ১ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে। কিন্তু ভারতের সংবিধান মেনে তৃণমূল কংগ্রেস মমতাকে ৫ মে মুখ্যমন্ত্রীর পদে বসায়।
সান নিউজ/এফএইচপি/এমকেএইচ