আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকে বিশ্ব মিডিয়ায় সবচেয়ে বেশি দেখা গেছে বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদকে। গোষ্ঠীটির খুঁটিনাটি সকল খবর মিডিয়াকে দিয়েছেন এই জাবিহুল্লাহই।
জাবিহুল্লাহ মুখপাত্র হিসেবে নিযুক্ত হওয়ার আগে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ ক্ষেত্রে ছিলেন। সরাসরি যুদ্ধ করেছেন। এরপর নিরাপত্তা জনিত কারণে ক্রমাগত ঘুরে বেড়ান। কোনও এক স্থানে বসবাস করেননি। দীর্ঘ ২০ বছর পর হয়ে গেলেন মন্ত্রী।
দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ এই খবর জানিয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির মুখপত্র হিসেবে ভারপ্রাপ্ত সরকারের দায়িত্তপ্রাপ্তদের নাম ঘোষণা করেন জাবিহুল্লাহ মুজাহিদ। এই সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তার প্রথম সহকারী প্রধান মোল্লা আব্দুল গণি বারাদার, দ্বিতীয় সহকারী প্রধান মৌলভী হান্নাফি। অন্যান্য মন্ত্রীর মধ্যে রয়েছে জাবিহুল্লাহর নামও। তিনি পেয়েছেন সহকারী তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব।
সাননিউজ/এমআর