আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দি পালানোর ঘটনায় গাজায় মিষ্টি বিতরণ করেছে হামাস। এবং ছয় ফিলিস্তিনিকে হিরো হিসেবে অভিহিত করেছে সংগঠনটি। একে ফিলিস্তিনের বিজয় হিসেবেও দেখছে তারা।
এ বিষয়ে হামাসের মুখপাত্র ফাউজি বারহোম বলেন, ইসরায়েলের জেল থেকে পালিয়ে তারা সাহসের পরিচয় দিয়েছেন। নিপীড়িত ফিলিস্তিনিদের কাছে তারা রোল মডেল হয়ে থাকবেন। এমনকি এই ঘটনার মাধ্যমে তাদের মুক্তির লড়াই আরও দৃঢ় হলো বলেও মন্তব্য করেন বারহোম।
ইসরাইলের উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগারে একই সেলে বন্দি ছিলেন ৬ ফিলিস্তিনিরা। সেখান থেকে তারা সুড়ঙ্গ বানিয়ে পালিয়ে বের হয়ে যায়। কারাকক্ষের টয়লেটে ওই সুড়ঙ্গ তৈরি করেন তারা।
তবে পালিয়ে যাওয়া একজনকে শনাক্ত করতে পারে ইসরাইলি কর্তৃপক্ষ। তিনি পশ্চিমতীরের জেনিন শহরের ফাতাহ আন্দোলনের আল-আকসা ব্রিগেডের সাবেক কমান্ডার জাকারিয়া জুবায়েদী।
সান নিউজ/এমএইচ