আন্তর্জাতিক ডেস্ক: টেলিভিশনের অনুষ্ঠানে মেয়েলি পুরুষদের প্রদর্শন নিষিদ্ধ করেছেন চীনের শি জিনপিং সরকার। এছাড়া ১৮ বছরের কম বয়সীদের সপ্তাহে তিন ঘণ্টার বেশি ভিডিও গেম খেলা নিষিদ্ধ করেছে দেশটি।
এ বিষয়ে দেশটির সরকারের তরফ থেকে জানানো হয়েছে, টেলিভিশনে বিনোদনে মেয়েলি পুরুষদের দ্বারা উপস্থাপন করায় সমাজের তরুণ সম্প্রদায়ের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে ।
ইতিমধ্যে পপ তারকাদের ওপর এই বিধিনিষেধ জারি হবে বলে জানা গেছে। পপ তারকারা যথেষ্ট পুরুষালি নন বলে দাবি করেছে দেশটির সরকার। এরই সাথে টেলিভিশন ও ইন্টারনেট তারকাদের অশ্লীল কন্টেন্ট প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া কয়েকদিন আগেই শিশুদের অনলাইন গেমের আসক্তি কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে চীন।
সান নিউজ/এমএইচ/এমকেএইচ