আন্তর্জাতিক ডেস্ক:
জাপান সরকার করোনার সংক্রমণ প্রতিরোধে যে জরুরি অবস্থা দিয়েছিল তা তুলে নিলেও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে। জুন পর্যন্ত সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।
এর অংশ হিসেবে জাপানে ভ্রমণে নতুন নিষেধাজ্ঞায় পড়ল বাংলাদেশসহ ১১ দেশ।
সোমবার (২৫ মে) জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এমনটাই ঘোষণা দিয়েছেন।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, আর্জেন্টিনা, এল সালভাদর, ঘানা, গিনি, কিরগিজ, তাজিকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।
করোনাভাইরাস নিয়ে সরকারের টাস্ক ফোর্সের এক সভায় প্রধানমন্ত্রী আবে বলেন, সম্প্রসারণ ছাড়া, জাপান জুনের শেষ অবধি এই সীমান্ত নিয়ন্ত্রণ বজায় রাখবে।
উল্লেখ্য, ২৭ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
সান নিউজ/ আরএইচ