আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের অকল্যান্ডে কাউন্টডাউন সুপারমার্কেটে সন্ত্রাসী হামলার ঘটনার পর সেই সুপারমার্কেটে ছুরি-কাঁচি বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এমন উদ্যোগ স্থায়ীভাবে নেওয়া যায় কী না তা বিবেচনা করা হচ্ছে। গতকাল (০৩ সেপ্টেম্বর) কাউন্টডাউন সুপারমার্কেটে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মোট ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দান। সন্ত্রাসী হামলার ঘটনায় আহত ৩ ব্যক্তির অবস্থা খুব সংকটাপন্ন। ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত হামলাকারী মারা গেছে।
কাউন্টডাউন সুপারমার্কেটের কর্পোরেট বিষয়ক মহাব্যবস্থাপক কিরি হানিফিন বলেছেন, যারা এখানে প্রতিদিন কাজ করতে আসেন তারা যাতে নিরাপদ বোধ করেন সে জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র : নিউজিল্যান্ড হেরাল্ড
সান নিউজ/এনকে/এমএম