আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণ ২৪ পরগনার উত্তর তালদি গ্রামের দক্ষিণ পাড়ায় ফাঁকা বাড়ি পেয়ে বাড়ির সব জিনিসপত্র চুরির চেষ্টা করছিল এক যুবক। কিন্তু একপর্যায়ে চুরির বাহিরে বৃষ্টি হওয়ায় ওই বাড়িতেই ঘুমিয়ে যায় চোর। আর এতেই ঘটে বিপত্তি। পরে স্থানীয়রা তাকে ধরে মারধর করে পুলিশে দেয়।
উক্ত পাড়ার বাসিন্দা প্রদীপ কুমার নাথ চাকরিসূত্রে তাকে থাকতে হয় কলকাতায়। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে যান তিনি। আর তাই বাড়িতে না থাকার সুযোগই কাজে লাগাতে চেয়েছে ওই যুবক।
স্থানীয়রা জানান,বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে জানালা ভেঙে ঢুকে পড়েন এক যুবক। একদফা চুরি সেরে জিনিসপত্র রেখেও আসেন। পরে আবারও ওই বাড়িতেই চুরি করতে ঢুকেন। কিন্তু ওই সময়ই শুরু হয় বৃষ্টি। চুরির মালামাল ব্যাগভর্তি করে চেয়ারে বসে পড়েন ওই যুবক। কখন যে ঘুমিয়ে পড়েন তা বুঝতেই পারেননি। সন্ধ্যা ঘনিয়ে এলেও ঘুম ভাঙেনি তার।
সান নিউজ/এমএইচ/এমএম