আন্তর্জাতিক ডেস্ক: এবার সৌদির সেনাবাহনীতেও পুরুষদের পাশাপাশি দেখা যাবে নারীদের। এই নারী সেনাদের প্রথম ব্যাচের ক্যাডেটরা তাদের প্রশিক্ষণ শেষ করেছেন। সৌদি সেনাপ্রধান জেনারেল ফায়াদ আল-রুয়াইলি বুনিয়াদি প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে নারী সেনাদের মধ্যে সনদ বিতরণ করেন। -সূত্র: সৌদি গেজেট
গত ৩০ মে থেকে তারা ওই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। সেনাবাহিনীর শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মেজর জেনারেল আদেল আল-বালাবি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সফলভাবে নারীরা তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষিত এসব নারী সেনা সদস্যের প্রয়োজনীয় স্থানে নিযুক্ত করা হবে।
সান নিউজ/এমএইচ/এমএম