আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী একজন প্রভাবশালী ধর্মীয় নেতাকে ধরে নিয়ে গেছে। ওই নেতা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির পরামর্শক ছিলেন।
সোমবার (৩০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, আটক নেতার নাম মৌলভি মোহাম্মদ সরদার জাদরান। তিনি দেশটির ধর্মীয় পণ্ডিতদের জাতীয় পর্ষদের প্রধান ছিলেন। বিদ্রোহী গোষ্ঠী তাকে খোস্ত প্রদেশ থেকে ধরে নিয়ে যায়। এই তথ্য দিয়েছে তার ছেলেও।
সরদার জাদরানকে চোখ বেঁধে বসিয়ে রাখার একটি ছবি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। আফগানিস্তানে সরদার জাদরানের বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। তিনি বিদ্রোহী গোষ্ঠীকে প্রতিহতের ডাক দিয়েছিলেন।
সাননিউজ/এমআর