সান নিউজ ডেস্ক:
রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-আইসিজে’তে রিপোর্ট জমা দিয়েছে মিয়ানমার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গণহত্যা থেকে সংখ্যালঘু রোহিঙ্গাদের সুরক্ষা দিতে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে তার বিস্তারিত বর্ণনা রয়েছে এই রিপোর্টে। তবে রিপোর্টের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। আইসিজেও এই রিপোর্ট প্রকাশ করবে কিনা তা স্পষ্ট নয়।
নেদারল্যান্ডের হেগে অবস্থিত এই আদালত গত জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন আদেশ ইস্যু করে। তাতে মিয়ানমারকে রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গাদের সেফগার্ড বা নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিতে বলা হয়। দ্রুত এ বিষয়ে আদালতকে তা জানাতে বলা হয়।
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গত বছর জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে মামলা করে গাম্বিয়া। আদালত তা আমলে নিয়ে বিচার কাজ শুরু করে।