বিমান ভূপাতিত করার জন্য ইরানের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ দাবি করেছে ইউক্রেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন,ইরানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া সহ আরো পদক্ষেপ নিতে হবে অবশ্যই।তিনি বলেছেন,ইউক্রেন প্রত্যাশা করে একটি পূর্ণাঙ্গ ও উন্মুক্ত তদন্ত নিশ্চিত করবে ইরান। অপরাধীদের বিচারের আওতায় আনবে। তিনি বলেছেন,এক্ষেত্রে ক্ষতিপূরণ দাবি করে ইউক্রেন। বুধবার ১৭৬ জন আরোহী নিয়ে রাজধানী তেহরান থেকে ইউক্রেনের ওই বিমানটি উড্ডয়নের পর শত্রুপক্ষের বিমান মনে করে তা গুলি করে ভূপাতিত করার কথা স্বীকার করেছে ইরান। বিমানটির আরোহীদের বেশির ভাগই ইরানি। এর বাইরে ছিলেন কানাডা সহ কয়েকটি দেশের উল্লেখযোগ্য সংখ্যক আরোহী।