আন্তর্জাতিক ডেস্ক : গভীর রাতে ব্রিটেনের শেষ সামরিক ফ্লাইট কাবুল বিমানবন্দর ত্যাগ করেছে। দুই সপ্তাহের মধ্যে ১৫ হাজারের বেশি লোক সরিয়ে নিয়েছে ব্রিটিশ বিমান।
শনিবার (২৮ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়। এতে বলা হয়, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে চূড়ান্ত ফ্লাইটটি কাবুল ছেড়ে গেছে।
এ বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে গর্ব করা উচিত। উন্নত জীবনের জন্য আগতদের স্বাগত জানানো এবং যারা পিছিয়ে গেছে তাদের জন্য দুঃখিত হওয়া উচিত।
সান নিউজ/এনএম