আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। একজন আত্মঘাতী হামলাকারীই এই হামলা চালিয়েছেন এবং একটি বিস্ফোরণই ঘটেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর আগে দুটি বিস্ফোরণের কথা বলা হয়।
শুক্রবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা (আইএসকেপি)। তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও তাদের দোসরদের ওপর এই হামলা চালানো হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা। বাকিরা বেসামরিক আফগান নাগরিক।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো ওই হামলায় কমপক্ষে ১৩ মার্কিনিসহ ১৭০ জন প্রাণ হারিয়েছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর মেরিন কমান্ডার জেনারেল ফ্রাংক ম্যাকেঞ্জি সাংবাদিকদের কাছে এই আশঙ্কার কথা জানান।
আফগান সাংবাদিক বিলাল সারওয়ারি এক টুইটে বলেছেন, বিমানবন্দরের অ্যাবেই গেটের বাইরে কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য একটি পয়ঃনিষ্কাশন খালের পাশে নারী শিশুসহ অনেক আফগান অপেক্ষা করছিলেন। সেখানেই ভিড়ের মধ্যে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে এক হামলাকারী নিজেকে উড়িয়ে দেন। বিস্ফোরণের পর আরেক হামলাকারী গুলিবর্ষণ শুরু করেন।
এদিকে বর্বর এই হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি।
সাননিউজ/এমআর