ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ৩ হাজার ৪১৩ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪২ হাজার ৮৩৮ জনে।
নতুন করে আক্রান্ত হয়েছে ৮০ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৭৮ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২২ লাখ ২৬ হাজারেরও বেশি।
ব্রাজিল নতুন করে মারা গেছে ৬৩৪ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৮২ জনে। গতকাল প্রাণহানি হয়েছে ৯৬৬ জনের। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৮৯০ জন ।
রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৩৯ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮৮ জনের। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন।
রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৭৮৪ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪১৩ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৮৭ জন।
যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ২৮২ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৭৫ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ১৫৪ জন।
স্পেনে নতুন করে মারা গেছে ৫০জন। এ নিয়ে দেশটিতো মোট প্রাণহানি হয়েছে ২৮ হাজার ৬৭৮ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজারেরও অধিক।
ইতালিতে নতুন করে মারা গেছে ১১৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ হাজার ৭৩৫ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৯ হাজারেরও বেশি।
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।