আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলে জোড়া আত্মঘাতী বিস্ফোরণে হতাহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের সৈন্য ও সাধারণ নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঘটনার কয়েক ঘণ্টা আগে মার্কিন গোয়েন্দারা দেশটিতে আইএসের অনুসারী ইসলামিক স্টেট খোরাসানের সদস্যরা আত্মঘাতী বোমা হামলা চালাতে পারে বলে সতর্ক করেছিল।
ওয়াশিংটনের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছেন। বিস্ফোরণে হতাহতদের মধ্যে মার্কিন নাগরিক ও সামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের সামরিক এবং বেসামরিকরাও হতাহত হয়েছেন। সেখানে ‘জটিল হামলার’ কারণে মার্কিনিরা হতাহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
দেশ ছাড়তে মরিয়া হাজার হাজার মানুষ যখন কাবুল বিমানবন্দরে অবস্থান করছেন, তখন বিস্ফোরণের এই ঘটনা ঘটল। দেশটির ক্ষমতাসীন নতুন শাসকগোষ্ঠী তালেবানের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর বিস্ফোরণে শিশুসহ ৬০ জন নিহত হয়েছেন।
সাননিউজ/এমআর