আন্তর্জাতিক ডেস্ক: কাবুল বিমানবন্দরে বিদেশগামী আফগানদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের সেনারা চাঁদা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ইরানের সংবাদমাধ্যম নূর নিউজের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে আটকে পড়া আমেরিকার নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে বর্তমান কাবুল বিমানবন্দরে মার্কিন মেরিন সেনাদের মোতায়েন করা হয়েছে। কিন্তু তারা আফগান নাগরিকদের বিমানে উঠানোর জন্য একেকজনের কাছ থেকে ৫০০ থেকে ২,০০০ ডলার পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন।
গত ১৫ আগস্ট বিদ্রোহী গোষ্ঠী কাবুল দখল করে। এরপর হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়তে বিমানবন্দরে হুমড়ি খেয়ে পড়ে। এই সুযোগে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের সেনারা।
দেশ ত্যাগ করা আফগান নাগরিকদের বরাতে নূর নিউজ জানিয়েছে, যারা চাঁদা দিতে পারছে না যুক্তরাষ্ট্রের সেনারা তাদের কোনোভাবেই বিমানবন্দরে ঢুকতে দিচ্ছে না। তবে খবরে আমেরিকান সেনাদের কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি।
যুক্তরাজ্যের গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে এখন ভিড় কিছুটা কমেছে। প্রতিদিন অন্তত ১৫ বিমান বিমানবন্দরে প্রবেশ করছে এবং ছেড়ে গেছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় আফগানিস্তান থেকে ১৯ হাজার মানুষকে যুক্তরাষ্ট্রে নেয়া হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের আর ৫ হাজার মতো নাগরিক রয়েছে। প্রতি ৪৫ মিনিট পর পর একটি বিমান ছেড়ে যাচ্ছে। আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের ডেডলাইন রয়েছে।
সান নিউজ/এফএআর