আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে অশান্ত পরিস্থিতির মাঝে আরেক বিপদের খবর। কাবুলে ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিমানটি ছিনতাই করেছে বলে সংবাদ সংস্থা তাস জানিয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) ইউক্রেন সরকার বিমান ছিনতাইয়ের কথা স্বীকারও করেছে। এই খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন উপ বিদেশমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন।
তিনি জানান, গত রবিবার আমাদের বিমানটিকে অপহরণ করে কয়েকজন। আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনবাসীদের উদ্ধার করতে কাবুলে নেমেছিল ইউক্রেনের বিমানটি। উড্ডয়নের পরই বিমানটি ছিনতাই করা হয়। পরে কয়েকজন যাত্রী-সহ বিমানটিকে নিয়ে যাওয়া হয় ইরানে।
ইয়েভজেনি ইয়েনিন জানান, আজ (মঙ্গলবার) বিমানটি আমাদের থেকে সম্পূর্ণভাবে ছিনতাই করে ইরানের দিকে নিয়ে যাওয়া হয়। কাবুল থেকে যাদের ফেরানো হচ্ছিল, তাদের কয়েকজন ছিলেন বিমানে। এই বিমান অপহরণের জন্য আমাদের উদ্ধারকাজের পরবর্তী পদক্ষেপও ব্যাহত হচ্ছে।
সান নিউজ/এমকেএইচ