আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আফগানিস্তান নিয়ন্ত্রনকারী বিদ্রোহী গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সত্তা’ হিসাবে উল্লেখ করে, তাদের উপর নিষেধাজ্ঞার পথ খোলা রেখেছেন।
ট্রুডো সাংবাদিকদের বলেন, ‘কানাডা ইতোমধ্যেই এবং বহুদিন ধরেই মনে করে যে বিদ্রোহী গোষ্ঠী সন্ত্রাসী এবং তারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়। তাই তারা সন্ত্রাসীদের তালিকায় রয়েছে। সুতরাং হ্যাঁ আমরা নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে পারি’।
ধনী দেশগুলোর গ্রুপ (কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান ও যুক্তরাষ্ট্র) জি ৭ এর নেতারা, মঙ্গলবার আফগানিস্তান নিয়ে অনলাইন বৈঠক করবেন। ট্রুডো বলেন, তারা আর কি করতে পারেন তা নিয়ে জি ৭ এর নেতাদের সঙ্গে তিনি অচিরেই আলাপ-আলোচনার অপেক্ষায় আছেন।
জি-৭ এর বর্তমান সভাপতি ব্রিটেন বলছে, বিদ্যমান নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার বিষয়টি বিদ্রোহী গোষ্ঠীর আচরণের উপর নির্ভর করবে।
বিদ্রোহী গোষ্ঠী গোষ্ঠীটি আগষ্টের মাঝামাঝি আফগানিস্তানের ক্ষমতায় আসে। প্রায় ২০ বছর আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর আক্রমণে ২০০১ সালে তাদের পতন হয়েছিল।
সূত্র: ভয়েজ অব আমেরিকা
সান নিউজ/এমকেএইচ