ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা মহামারিকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার পারদ দিন দিন বাড়ছে। প্রথম থেকেই করোনাভাইরাসের জন্য চীনকে দোষারোপ করে আসছিলো যুক্তরাষ্ট্র। এবার সেই রোশানল গিয়ে পড়লো বাণিজ্যের ওপর। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার থেকে চীনের প্রতিষ্ঠানগুলোকে বাদ দিতে নতুন বিল পাস করেছে মার্কিন সিনেট।
সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, বুধবার (২০ মে) মার্কিন সিনেটে এ বিল পাস করা হয়েছে। এর ফলে চীনের বহুজাতিক বড় বড় কোম্পানিগুলো বাদ পড়লো যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার থেকে। এর মধ্যে রয়েছে আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড ও বাইডু ইন্টারনেটের মতো বড় বড় কোম্পানি।
এর ফলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ দু’টির মধ্যকার উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
লুসিয়ানার রিপাবলিকান সিনেটর জন কেনেডি ও ম্যারিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান মার্কিন সিনেটে এ বিল উত্থাপন করেন। সিনেটে এ বিল সর্বসম্মতভাবে পাস হয়।
সিনেটে পাস হওয়া বিলটি এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাবে। সেখানে পাস হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে।