ইন্টারন্যাশনাল ডেস্ক:
জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট-আইএস এর নতুন প্রধান আব্দুল নাসের কিরদাসকে গ্রেফতার হয়েছেন ইরাক। ন্যাশনাল ইরাকি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আল-আরাবিয়া।
সাবেক আইএসপ্রধান আবু বকর আল বাগদাদির পর জঙ্গি গোষ্ঠীটির দায়িত্ব নেন আবদুল নাসের কিরদাস।
তিনি ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। বাগদাদির সময়ে নিয়ন্ত্রিত এলাকায় মুসলিম অ্যাফেয়ার্সের ইনচার্জও ছিলেন কিরদাস।
কিরদাসকে কখন ও কোথায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানাননি ইরাকের গোয়েন্দা কর্মকর্তারা। তবে তার গ্রেফতারের ছবি প্রকাশ করা হয়েছে।
অবশ্য তার গ্রেফতার নিয়ে সন্দেহ দেখা দিয়েছে অনেকের মধ্যে। কারণ তার আগের ছবি ও গ্রেফতারের পরে প্রকাশিত ছবির সঙ্গে মিল নেই।
উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের এক বিশেষ অভিযানে সপরিবারে মারা যান আইএসের সাবেক প্রধান বাগদাদি।