আন্তর্জাতিক ডেস্ক: আফগান শরণার্থীদের ঠেকাতে গ্রিস তাদের সীমান্দে দেয়াল দিচ্ছে। এরইমধ্যে ৪০ কিলোমিটার দেয়াল তোলা হয়েছে। পাশাপাশি নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে দেশটির সরকার।
২০১৫ সালে ইউরোপে শরণার্থীদের ঢল নামে। তখন ইইউ’র কয়েকটি দেশ তাদের আশ্রয় দেয়। এবার সশস্ত্র গোষ্ঠী দখলে আফগানিস্তান। তাই দেশ ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। অনেক আফগান নিজেদের মতো করে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন।
এমন পরিস্থিতিতে গ্রিসের নাগরিক সুরক্ষামন্ত্রী মিকালিস ক্রিসোচয়েডিস বলেন, ছয় বছর আগের শরণার্থীর ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের সীমান্ত সুরক্ষিত। আফগান অভিবাসীদের দায়িত্ব নেওয়ার জন্য তুরস্ক ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানানোর পরই এই মন্তব্য করলেন গ্রিসের মন্ত্রী।
মধ্যেপ্রাচ্যে যুদ্ধের কারণে ২০১৫ সালে প্রায় ১০ লাখ মানুষ তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশ করে। অনেকে সাগর পথে নৌকা দিয়েও প্রচেষ্টা চালায়। তখন ৬০ হাজার লোক গ্রিসে অবস্থান করে, আর অন্যদের আশ্রয় হয় একাধিক দেশে ।
গত রোববার রাজধানী কাবুল দখল করে । এরপর থেকে দেশ ছাড়তে থাকে স্থানীয়দের পাশাপাশি বিদেশি নাগরিকরা।
সাননিউজ/এমআর