আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের মেয়াদ শুক্রবার (১৯ আগস্ট) থেকে বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মূলত অকল্যান্ড থেকে রাজধানী ওয়েলিংটন পর্যন্ত ডেলটা ধরণ ছড়িয়ে পড়ায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। এএফপির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেন, প্রাথমিকভাবে আরোপিত তিনদিনের লকডাউন আরও চারদিন বাড়ানো হবে। তিনদিনের লকডাউন শেষ হয়েছে শুক্রবার রাতে।
তিনি বলেন, ডেলটা ধরন দেশে কতটা ছড়িয়ে পড়েছে, তা এখন দেখছে নিউজিল্যান্ড। এ সপ্তাহে অকল্যান্ডে আবারও করোনার প্রকোপ দেখা দিয়েছে। এর মধ্যদিয়ে কোন ধরনের কমিউনিটি সংক্রমণ ছাড়াই দেশের ছয় মাসের চলার পথের অবসান ঘটে।
তিনি বলেন, দেশে এই ডেলটা ধরন কতটা ছড়িয়েছে তা আমরা পুরোপুরি জানি না। এমন পরিস্থিতিতে আমাদের সাবধানতা অব্যাহত রাখা প্রয়োজন।
সাননিউজ/এমআর