আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর একটি মসজিদ থেকে আটক ৬০০ মুসলিমকে ছেড়ে দেয়া হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) বিকালে তাদের আটক করা হয়েছিল।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সিকে আইনজীবি মারিয়া ক্রসোভা বলেন, গ্রেফতারকৃত সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে অন্য আইনজীবি লিদিয়া আনোসোভা জানিয়েছিলেন, মস্কোর কোতেলনিকি জেলার একটি মসজিদ প্রাঙ্গন থেকে শুক্রবার বিকালে ৬০০ মুসলিমকে গ্রেফতার করা হয়।
রাশিয়ার স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সার্ভিসের মস্কোর আঞ্চলিক প্রশাসক জানিয়েছিল, গ্রেফতারের বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
ঠিক কি কারণে ৬০০ মুসলিমকে মসজিদ থেকে গ্রেফতার করা হয়েছে সেটি এখনও জানা যায়নি।
সান নিউজ/এফএআর