ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গে প্রবল ঘূর্ণিঝড় আম্পানে ৭২ জনের মত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন কলকাতার। নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে গাছ পড়ে,বাড়ির চাল ভেঙে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।
নিহতদের পরিবারের জন্যে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লিখেছেন, তিনি বাংলার ঝড়ের সব ভিজ্যুয়াল দেখেছেন। এই দুর্দিনে কেন্দ্রীয় সরকার সব রকমভাবে পাশে দাঁড়াবে বলে ঘোষণা দিয়েছেন মোদি। দুর্যোগ মোকাবিলায় চারটি এন বি আর এফ টিম পাঠাচ্ছেন বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও যোগাযোগ ব্যবস্থা ঠিক হয়নি। সব এলাকা থেকে এখনও খবর আসেনি। কার্যত কলকাতা শহরই এখন যোগাযোগবিহীন। ইন্টারনেট নেই, কেবল টিভি সম্প্রচার বন্ধ, মোবাইল যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত। সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন। গাছ পড়ে রাস্তা বন্ধ। অনেক এলাকায় এলাকায় বিদ্যুৎ নেই। বন্ধ রয়েছে পানি সরবরাহ ব্যবস্থা। এখনও স্বাভাবিক হয়নি জনজীবন।